ফুলতলায় ইজিবাইক ছিনতাইকালে গনপিটুনিতে নিহত ১

প্রকাশঃ ২০২৪-০৫-০২ - ২০:৪৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// চালককে মারপিট ও জখম করে ইজিবাইক ছিনতাই করে যাওয়ার পথে ধরা পড়ে গনপিটুনিতে জিয়ারুল সরদার (৪০) নামে এক ব্যাক্তি ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা সদরের এল্লারচর (বালিধা) গ্রামের মোঃ দবির সরদারের পুত্র। এ ব্যাপারে ইজিবাইক চালক রাজু আহমেদের পিতা অভয়নগরের গুয়াখোলা গ্রামের আঃ হালিম বাদি হয়ে জিয়ারুলসহ অজ্ঞাত আরও ৩ ব্যক্তিকে আসামী করে ফুলতলা থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে রাজঘাট বাসস্টান্ড থেকে অজ্ঞাত দুই ব্যক্তি ফুলতলার জামিরা বাজারে কিছু মালামাল আনার উদ্দেশ্যে দুইশত পঞ্চাশ টাকা ভাড়ার চুক্তিতে রাজু আহমেদের ইজিবাইক নিয়ে রওনা দেয়। পথিমধ্যে যুগ্নিপাশা এলাকায় পৌছালে ইজিবাইক থামিয়ে তারা আরও দুই ব্যক্তিকে তোলে। ফুলতলার ঢাকুরিয়া গ্রামে জনৈক মিজানুর রহমানের মৎস্য ঘেরের কাছে পৌছালে গাড়ীতে থাকা যাত্রীরা ইজিবাইক থামিয়ে চালক রাজু আহমেদকে বেধড়ক মারপিট ও মাথায় ইটের আঘাতে গুরুতর জখম করে ওই ঘেরের পানিতে ফেলে দিয়ে তার ইজিবাইক নিয়ে অভয়নগরের ভুলাপোতা সড়কের দিকে চলে যায়। এ সময় রাজু আত্মচিৎকারে এলাকাবাসি ধাওয়া করে ইজিবাইকসহ এক ব্যক্তিকে ধরে ফেললেও বাকি ৩ ব্যক্তি পালিয়ে যায়। এ সময় এলাকাবাসির গনপিটুনীতে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। পরে এলাকাবাসি রাজু আহমেদ ও নিহত ওই ব্যক্তিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অভয়নগর থানা পুলিশ মৃত্যু ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে নিহত জিয়ারুল সরদার সাতক্ষীরা সদরের এল্লারচর (বালিধা) গ্রামের মোঃ দবির সরদারের পুত্র বলে নিশ্চিত হয়। এ ব্যাপারে ইজিবাইক চালক রাজু আহমেদের পিতা অভয়নগরের গুয়াখোলা গ্রামের আঃ হালিম বাদি হয়ে জিয়ারুলসহ অজ্ঞাত আরও ৩ ব্যক্তিকে আসামী করে ফুলতলা থানায় মামলা হয়েছে। নিহতের লাশের সুরৎহাল ও ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ^জিৎ মুখার্জি জানিয়েছেন।