তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফুলতলায় আলহাজ¦ শেখ আকরাম হোসেন চেয়ারম্যান, শেখ ইকবাল হোসেন ভাইস চেয়ারম্যান এবং ফারজানা ফেরদৌস নিশা মহিলা ভাইস চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ৪৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার এ এস এম রোকনুজ্জামান ঘোষিত ফলাফল অনুয়ায়ী আলহাজ¦ শেখ আকরাম হোসেন (আনারস প্রতীক-২১৮২৮) ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বহিস্কৃত জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা পেয়েছেন (ঘোড়া প্রতীক) ১৬০৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির বহিস্কৃত নেতা শেখ ইকবাল হোসেন (তালা প্রতীক) ২৩১৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন (উড়োজাহাজ প্রতীক) ১৪০৩৫ ভোট পান। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা (কলস) ২৪৬৬২ ভোট পেয়েছেন । তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী রেক্সনা আজম (ফুটবল প্রতীক) পেয়েছেন ২৩৮০৬ ভোট। আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমনি এলাকায় ৩টি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অন্যান্য কেন্দ্রে সমূহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যদিও উপস্থিতি ছিল কম।