ফুলতলা (খুলনা) প্রতিনিধি// তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সুবিধাভোগি তরুণ তরুণীদের নিয়ে এক উঠান বৈঠক বুধবার বেলা ১১টায় ফুলতলার ঢাকুরিয়া গ্রামস্থ সমাজসেবার নিজস্ব ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলার সমাজসেবা অফিসার মেঃ শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, সহকারী প্রোগামার অজয় কুমার পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। মনোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা সজীবুজ্জামান রাহুল, ইউপি সদস্য কিবরিয়া শেখ, কবিতা খাতুন, শেখ মহিউদ্দিন প্রমুখ। উঠান বৈঠকে এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই, উদ্যোক্তাদের মাধ্যমে বেকারত্ব দূরিকরণ, নিরাপদ মাতৃত্ব ও বাল্য বিবাহ রোধ এবং অন্যায় ও দূর্নীতি রুখে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করা হয়। পরে প্রধান অতিথি ইউএনও তাসনীম জাহান আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান করেন।