ফুলতলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশঃ ২০২৪-১২-২৯ - ১৯:৩০

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও ক্লাস্টার পর্যায়ে বাংলা ও ইংরেজী বিষয়ে সাবলীলভাবে পঠন এবং গণিতের শিখন যোগ্যতা যাচাই কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলকা পল্লী মঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে দামোদর মঠ ক্লাস্টারের অন্তভর্‚ক্ত ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর আয়োজনে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোঃ রুহুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম। অনুজা মোস্তারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলম সরদার, বিএম রফিকুল ইসলাম, শিক্ষক নেতা এম এম সানোয়ার হোসেন, মোরাদুল ইসলাম, মুরাদুল ইসলাম, তানিয়া জামান প্রমুখ। সভায় প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনে বিভিন্ন শ্রেণীতে সরকার অনোনুমোদিত বৃত্তি প্রথা চালু এবং পাঠদানের সময় সূচির বিষয়টি খতিয়ে দেখার অভিমত ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।