ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সারাদেশের ন্যায় ফুলতলায়ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে হাবিবুর রহমান মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে ১১ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের নিকট বীর নিবাসের চাবি হস্তান্তর করেন ইউএনও খোশনূর রুবাইয়াৎ। এ সময় তিনি অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, আঃ মজিদ তরফদার, আঃ করিম মোল্যা, রবিউজ্জামান, সাহিদুল গাজী, ফজলুর রহমান, আঃ সাত্তার মোল্যা, আঃ আজিজ বিশ^াস, ইব্রাহিম কাগজী, আঃ হালিম মোল্যা, শেখ আসাদ আলীর হাতে চাবি তুলে দেন। হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, কাজী আশরাফ হোসেন আশু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ২২ফুট প্রস্থ ও ৩০ফুট দৈর্ঘের প্রতিটি বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ড্রয়িং রুম, ১টি ডাইনিং, ১টি কিচেন ও ২টি বাথরুমসহ সুপেয় পানির ব্যবস্থা করে দেন।