ফুলতলায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশঃ ২০২৪-১২-১৭ - ১৯:১৭

ফুলতলা প্রতিনিধি// মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন, সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় ইউএনও তাসনীম জাহান জাতীয় পতাকা উত্তোলন, শে^ত কপত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এবং ৩দিন ব্যাপী আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে যুদ্ধাহত, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কাজী জাফর উদ্দিন, ওসি মোহাম্মদ হানিফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, খাদ্য কর্মকর্তা মোঃ তৈয়েবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ইউআরসি ইন্সট্রাকটর মোঃ রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি রাজিয়া ইসলাম, সজিবুজ্জামান রাহুল প্রমুখ।

বিএনপিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও বিকালে স্থানীয় বালুর মাঠে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকালে আলোচনা সভায় উপজেলা বিএনপি আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো ও আনোয়ার হোসেন বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন পারভেজ, মশিউর রহমান বিপ্লব, আতাউর রহমান, জামাল হোসেন ভুইয়া, সাইদুল মাষ্টার, মোতাহার হোসেন কিরণ, আনিছুর রহমান পলাশ, শেখ আলমগীর হোসেন, আনিছুর রহমান রনি, টিটো জমাদ্দার, আলমগীর হোসেন প্রমুখ।

জামায়াতঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলাম ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় এক বিজয় র‌্যালী বের করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দস, গাওসুল আজম হাদি, শেখ সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম মোল্যা, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মাওঃ শেখ ওবায়দুল্লাহ, মাওঃ সাইফুল হাসান খান, গাজী মোর্শেদ মামুন, শেখ আলাউদ্দিন, ইঞ্জিঃ সাব্বির রহমান প্রমুখ।