ফুলতলায় মহিলাদের পলিসেড নেট হাউজের উদ্বোধন ও চাষীদের মাঝে বিটি বেগুনের বীজ বিতরণ

প্রকাশঃ ২০২৩-০৯-১৩ - ১৯:৩৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর উদ্যোগে মহিলা পলিসেড নেট হাউজের উদ্বোধন ও চাষিদের মাঝে বিটি বেগুনের বীজ বিতরণ অনুষ্ঠান রোববার সকাল ১০টায় ফুলতলার দামোদর হাইস্কুল জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার  এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন   ফিড দা ফিউচারের ইনসেক্ট রেজিট্যান্স এগপ্লান্ট পার্টনারশীপ এর ভাইস প্রেসিডেন্ট ড. বিজয় প্যারেনঞ্জাপি। এ সময় অতিথিবৃন্দ বলেন, পলিসেডে উৎপাদিত উন্নতজাতের রোগমুক্ত চারা উৎপাদন ও বিপননের মাধমে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে পাশাপাশি ভোক্তাগন নিরাপদ খাদ্য পাবে। এ ভাবে স্মার্ট কৃষিতে এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ।