ফুলতলায় লকডাউনে প্রশাসনের কঠোর নজরদারী

প্রকাশঃ ২০২১-০৬-২২ - ২১:২২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলা উপজেলা প্রশাসন ও থানা পুশিশের কঠোর নজরদারী ও নিরাপত্তার মধ্য দিয়ে লকডাউনের প্রথম দিন আজ (মঙ্গলবার অতিবাহিত হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা অমান্য করায় ইউএনও সাদিয়া আফরিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে করোনা সংক্রমন রোধে জেলা প্রশাসন ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিন মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান, ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ওসি মোঃ মাহাতাব উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ খুলনা যশোর মহাসড়কে ব্যারিকেট বসিয়ে তল্লাশিসহ নতুনহাট, বেজেরডাঙ্গা, শিরোমনি বাজারে পুলিশের কঠোর নিরাপত্তা ও নজরদারী অব্যাহত ছিল। বিকালে পুলিশের কঠোর অভিযানে বেশ কয়েকটি মটরসাইকেল জব্দ করা হয়।