ফুলতলায় লকডাউনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশঃ ২০২১-০৭-০৩ - ১৪:৪৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ফুলতলা ও শিরোমনি বাজার নজরদারি করে।

বেলা ১টার দিকে জরুরী প্রয়োজন ছাড়া ফুলতলা বাজারে ঘোরাঘুরির সময় দক্ষিণডিহি এলাকার নব দম্পত্তি কলেজ ছাত্র সাকিলকে ৫শ’ টাকা, গোডাউন ঘাট এলাকার চায়ের দোকানী আলমগীরকে ১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এর পূর্বে ভ্রাম্যমান আদালত শিরোমনি বাজারে দোকান খোলার অপরাধে তুলিনকে ১ হাজার, রাকিবকে ১ হাজার ও কামরুজ্জামানকে ৫শ’ টাকা। এছাড়া মাস্ক ব্যবহার না করায় আজিজকে ১শ’, শাহাবুদ্দিনকে ১শ’, আলীকে ১শ’, রাহুলকে ২শ’ ও মাসুদকে ২শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।