ফুলতলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশঃ ২০২৪-০৯-২৫ - ২০:০১

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বৈষম্য দুরীকরণে “১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা এক দাবিতে ফুলতলা উপজেলায় ১০ম গ্রেড বাস্তবায়ন সমস্বয় পরিষদের উদ্যোগে বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন সহকারী শিক্ষক শায়েমাসুলতানা, আকলিমা খাতুন, এস এম মুকিতুল ইসলাম, অলিফা নাসরিন, আঃ রহিম মোল্যা, মোঃ আকিব হাসান, এম আবিদ আজাদ হোসেন, মোহন কুমার ঘোষ, খাদিজা খানম, উম্মে সালমা সুলতানা, শেখ আশিকুর রহমান, মোছাঃ তহমিনা খাতুন, উম্মুলওরা সুমি, নাজমুল নাহার, মেহেদী হাসান সোহাগ, মারুফ বিল্লাহ, এস এম আসাদুল্লাহ পলক, মোঃ ইউসুফ আলী, রেজাউল শেখ, দিপংকর শীল, আহাদ আলী, আসমাই রানী ভানু, সুমাইয়া সুলতানা সুপ্তী, সানোয়ার মোড়ল. মোরাদুল ইসলাম, গেীরী রানী বিশ্বাস, মুরাদ হোসেন প্রমুখ। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।