ফুলতলায় হরিজন সম্প্রদায়ের মানব বন্ধন

প্রকাশঃ ২০২৪-০৬-২৬ - ১৯:১২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// হরিজন সম্প্রদায়কে পুনবাসন না করে উচ্ছেদ করার প্রতিবাদে ফুলতলায় হরিজন সম্প্রদায়ের উদ্যোগে বুধবার বিকাল ৫টায় বাসষ্টান্ড চত্বরে এক মানব বন্ধন কর্মসূচি বাঁসফোড় হরিজন কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি রাজকুমার বাঁসফোড়ের সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুন্ডু, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক লিটন বাঁসফোড়, সাংগঠনিক সম্পাদক রাজীব বাঁসফোড়, সাবেক সভাপতি মিন্টু বাঁসফোড়, সাবেক সাধারণ সম্পাদক প্রেমকুমার বাঁসফোড়, চাঁদ কুমার বাঁসফোড়, জয় বাঁসফোড়, শান্ত বাঁসফোড়, শাকিল ডোম, শ্রাবণ কুমার বাঁসফোড়, অনিক বাঁসফোড়, রতন বাঁসফোড়, অর্জুন ডোম, ভোলা বাঁসফোড়, খোকন বাঁসফোড়, বিজয় বাঁসফোড়, ফুলমতি বাঁসফোড়, তারা ডোম, রিমা রানী বাঁসফোড়, রীনা বাঁসফোড়, ময়না বাঁসফোড় প্রমুখ। এ সময় বক্তারা, রাজধানীর বংশালের আগা সাদেক রোডের মিরনজিল্লা এলাকায় ব্রিটিশ আমল থেকেই হরিজন সম্প্রদায়ের লোকেরা বসবাস করে আসছেন। সম্প্রতি তাদের সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। পুনর্বাসন না করে ঢাকা সিটিকর্পোরেশ (দক্ষিণ) কর্তৃক উচ্ছেদ করার তীব্র প্রতিবাদ জানান।