ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার করিমুন্নেছা মডেল স্কুলের উদ্যোগে রোববার দিনব্যাপী পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক বিশ^নাথ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ শফিউদ্দিন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংকার ফজলে খোদা বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শামসুল আলম খোকন। স্বাগত বক্তৃতা করেন স্কুলের পরিচালক মোঃ শিবলী সাদিক। ইনজামুল সরদার মুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, শিক্ষক শিউলী মন্ডল, মাহমুদ জমাদ্দার, সবেদ আলী প্রমুখ। পিঠা মেলায় প্লে ক্লাসের অভিভাবকবৃন্দের রংঢং, নবম শ্রেণির শিক্ষার্থীদের পিঠা বিলাস, দশম শ্রেণির বাণিজ্য বিভাগের পিঠা যাবে পেটুকবাড়ি, জাহাঙ্গীরের আবির স্টোর, পুতুল, অনন্যা ও শিউলীর আড্ডা পিঠাপুলি, রুমা বেগমের রংবাহারী পিঠা, পুতুলের সোনা ময়না পিঠাঘর এবং শিবলী সাদিকের আপ্যায়ন পিঠার স্টোল সবার দৃষ্টি কাড়ে।