ফুলতলার গাড়াখোলা স্কুলে প্রতিবাদ সমাবেশ

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ২০:২৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষককে নিয়ে কুরুচিপূর্ণ লিফলেট বিতরণের প্রতিবাদে সোমবার বিকালে এলাকাবাসির আয়োজনে স্কুল মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি এবং আওয়ামীলীগ নেতা এস রবীন বসু সমাবেশে সভাপতিত্ব করেন। শিক্ষক আজাদ হোসেন গাজীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা রোস্তম আলী গাজী, সাবেক ইউপি সদস্য আঃ গনি গাজী, ডাঃ সেকেন্দার আলী মোড়ল, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বিশ্বাস, হুমায়ুন কবির মোল্যা, সাবেক ইউপি সদস্য কবির মহলদার, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন গাজী, শ্রমিক নেতা সনজিৎ বসু, ওলিউল্লাহ সুইম, পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান মতি, জিয়াউর রহমান মোল্যা, ইকবাল হোসেন খাঁন, প্রতিষ্ঠানের শিক্ষার্থী আরমান হোসেন, আজহার আলী খা, আবুল মোল্যা, মোফাজ্জেল শেখ, আনোয়ার পাড়, ইলিয়াস শেখ, বিল্লাহ হোসেন, মুজিবার মোল্যা, মোজাফ্ফার খা, জাহিদ ফকির, শাজাহান সরদার, শরিফুল ইসলাম, টিটো বিশ্বাস, নজরুল শেখ, ইস্রাফিল আলম, জসিম শেখ প্রমুখ।

বক্তরা বলেন, দীর্ঘদিন অবহেলিত প্রতিষ্ঠানটি যখন শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই কুচক্রী মহল ইশ্বান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এ সকল কর্মকান্ডের ব্যাপারে এলাকাবাসিকে সতর্ক থাকার আহবান জানান।