ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির এক সভা শনিবার বিকালে স্কুল অডিটরিয়ামে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এবং স্কুলের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গাজী লুৎফর রহমান, আজহার আলী মোড়ল, নজরুল ইসলাম গাজী, মুজিবার রহমান মোল্যা, আবুল হোসেন, হুমায়ুন কবির মোল্যা, ফিরোজা বেগম, শিক্ষক প্রতিনিধি গাজী নুরুল ইসলাম, নীলরতন মন্ডল, মাসুমা খাতুন প্রমুখ। সভায় আব্দুল হাকিম বিশ্বাসকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অন্তভূক্তি করার সিদ্ধান্ত গৃহিত হয়।