ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনার ফুলতলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘ ৪৮ বছর পর মাধ্যমিক স্তর এমপিও ভ‚ক্ত হওয়ায় স্কুল মাঠে গাড়াখোলা মাছ বাজার ফুটবল একাদশ ও মুক্তেশ^রী যুব সংঘের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে অনুষ্ঠিত এ খেলায় গাড়াখোলা মাছ বাজার ফুটবল একাদশ ও া মুক্তেশ^রী যুব সংঘ ১-১ গোলে অমিমাংসিত থাকায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। ম্যান অব দা ম্যান নির্বাচিত হয় মাছ বাজার ফুটবল একাদশের রানা। খেলা শেষে বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য আঃ গনি গাজীর সভাপত্বিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদার। বিশেষ অতিথি ছিলেন গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, সমাজ সেবক সেকেন্দার আবু জাফর মোড়ল, মোঃ ইলিয়াস মোল্যা, আমজেদ আকুঞ্জী, ইউপি সদস্য মোঃ কামরুল বিশ^াস। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস। শয়ন শেখের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুর রহমান বিশ^াস, আঃ হাকিম বিশ্বাস, পরিচালনা কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান, ইকবাল হোসেন খা, আতিউর রহমান মতি, সুইম শেখ, আঃ জলিল শেখ, আবুল হোসেন মোল্যা, আঃ জব্বার গাজী, মোঃ হুমায়ুন কবির মোল্যা, আব্বাস মোল্যা, আঃ সাত্তার শেখ, রসুল সরদার, টিটো বিশ্বাস, রহমত শেখ প্রমুখ।