ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জামিরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক জনসভা শনিবার বিকালে জামিরা মাদ্রাসা চত্বরে মোল্যা শাহাবাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নেতা মোঃ আসলাম খান, আওয়ামীগ নেতা কাজী আশরাফ হোসেন আশু, শেখ রওশন আলী মৃনাল হাজরা, আবু তাহের রিপন, । আঃ হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরদার আলাউদ্দিন, শওকত আলী আকুঞ্জী, মিজানুর রহমান সরদার এসকে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবিন বসু, মোল্যা রবিউল ইসলাম, আশরাফুল আলম মোড়ল, মঈনুল ইসলাম নয়ন, প্রেমচাঁদ দাস, শফিকুল ইসলাম মোল্যা, শফিকুল ইসলাম, গাজী আঃ হামিদ, গহর আলী বিশ্বাস, গোলাম মোস্তফা, আলী আকবর, আশোক হালদার প্রমুখ।