ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ২০২২-২৩ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এই বাজেট ঘোষনা করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আতিয়ার রহমান আকুঞ্জী, প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস। খসড়া লিখিত বাজেট পেশ করেন ইউপি সচিব মোঃ আনছার আলী বিশ^াস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মোল্যা, ওয়ার্কার্স পার্টি নেতা রেজোয়ান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মোল্যা, ইউপি সদস্য ইউপি সদস্য মোঃ ওলিয়ার রহমান বিশ্বাস, শেখ আঃ হালিম, সাহিদা ইসলাম নয়ন, হোসনেয়ারা বেগম, নার্গিস বেগম, আঃ হালিম সরদার, মোঃ আঃ আজিজ, নবকুমার বৈরাগী প্রমুখ। সভায় ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৭শ’ ৮৪ টাকার বাজেট উপস্থাপন করা হয়।