ফুলতলার জামিরা ঋষিপাড়ায় বাড়ি তৈরীতে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ার ২টি বোমা সাদৃশ্য বস্তু উপহার!

প্রকাশঃ ২০২১-০৬-০১ - ২১:৫৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ নতুন বাড়ি করার সময় সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেয়ায় বাড়ির মালিক সুবোধ দাসের জন্য ২টি বোমা সাদৃশ্য বস্তু উপহার পাঠিয়েছে চাঁদাবাজরা। এ ঘটনা ঘটে মঙ্গলবার সকাল ১০টায় ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইল ঋষিপাড়ায়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পিপরাইল ঋষি পাড়ার ঝুড়ি তৈরীর কারিগর সুবোধ দাস বাড়িতে পোষা গরু বিক্রি করে ঘর নির্মানের কাজ শুরু করেন। গত ২৭ মে রাত সোয়া ৮টায় অজ্ঞাত সন্ত্রাসীরা ০১৮৩১৪৯৬৩৮৯ নম্বর মোবাইল ফোন থেকে সুবোধ দাসের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। একই নম্বর থেকে কয়েকদিন ধরে পরিবারের কাছে চাঁদার দাবি করতে থাকে। অপরদিকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা মঙ্গলবার সকালে ফের ফোন করে উপহার স্বরুপ রান্না ঘরের পিছনে সিমেন্টের ব্যাগে করে উপহার হিসাবে ২টি বোমা রাখা হয়েছে বলে জানিয়ে দেয়। পরে বিষয়টি পুলিশে জানানো হলে ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার ও নিষ্কৃয় করে। ওসি মোঃ মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বোমা সাদৃশ্য বস্তু দুটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। পরে বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এনে পরীক্ষা করা হবে । এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানায় মামলার প্রস্তুতি চলছে।