ফুলতলার জামিরা বাজার বণিক সমিতির নির্বাচনে মিজান সভাপতি ও হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশঃ ২০১৮-০৩-১৪ - ২০:৫৪

তাপস কুমার বিশ্বাসঃ ফুলতলা জামিরা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মোঃ মিজানুর রহমান সভাপতি ও এস এম হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ নজরুল ইসলাম প্রদত্ত ফলাফল অনুযায়ী সভাপতি মোঃ মিজানুর রহমান ৩০০ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দী মোঃ দলিল উদ্দিন মোল্যা ২৭০ ভোট, সাধারণ সম্পাদক পদে এস এম হুমায়ুন কবির ৪৬৯ ভোট এবং প্রতিদ্বন্দী শেখ জহুরুল ইসলাম ১৭৯ ভোট পান। নির্বাচিত অন্যান্য কর্মকর্তাবৃন্দরা হলেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি (বিনা প্রতিদ্বন্দীতায়), সহ-সাধারণ সম্পাদক এস এম আতাউর রহমান (৩৯৩), সাংগঠনিক ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নাসির খান (২৪৬), কোষাধ্যক্ষ বি এম আসাদুজ্জামান লিচু (বিনা প্রতিদ্বন্দীতায়), দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দীতায়), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম (৩৯০)। এ ছাড়া নির্বাহী সদস্য পদে মোঃ মিলন শেখ (৪৬৮), মোঃ সাইফুল ইসলাম খান (৪৩৯), মনিরুজ্জামান (৩৮৮), মোঃ বাহারুল ইসলাম সরদার (৩৭৯), মোঃ সাইফুল ইসলাম সরদার (৩৫৪) নির্বাচিত হন। ব্যাপক উৎসাহ ও উদ্দিনপনার মধ্য দিয়ে বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও বিরতীহীনভাবে ৭০৪ ব্যবসায়ী ভোটারদের মধ্যে ৬৯৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদুল্লাহ প্রিজাইডিং অফিসার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম ও বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও মাশরুবা ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন।