ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেন, দক্ষিণডিহি’র সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল গভীর সম্পর্ক। শিলাইদহের কুঠি বাড়িতে তাঁর বিচরণ থাকলেও পূর্ব পুরুষরা ছিল খুলনাতে। একজন সাধারণ মানুষ হয়েও তিনি তাঁর সাহিত্য ও কর্মের মধ্য দিয়ে বিশ্বের একজন অসাধারণ মানুষে পরিনত হয়েছেন। তিনি ফুলতলার দক্ষিণডিহিতে মৃণালিনী দেবীকে বিবাহ করেছিলেন বলেই আজ এই অঞ্চল রবীন্দ্র ভক্তদের মনে স্থান করে নিয়েছে। সেই সূত্রে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
খুলনার ফুলতলা দক্ষিণডিহিতে জেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী ও লোকমেলার সমাপনী দিনে বুধবার সন্ধ্যায় মৃণালিনী মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুইয়া বিপিএম সেবা, খুলনার অতিরিক্ত ডিআইজ মোঃ নিজামুল হক মোল্যা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তৃতা করেন ইউএনও খোশনূর রুবাইয়াৎ। অনুষ্ঠানে “সমাজ সংস্কার রবীন্দ্র ভাবনার আলোকে” শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, সাংবাদিক বিধানদাস গুপ্ত। পওে প্রফেসর সাধন রঞ্জন ঘোষের পরিচালনায় এবং শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতি, রবীন্দ্র সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন এ্যাড. মিনা মিজানুর রহমান, অনুপম মিত্র প্রমুখ।