ফুলতলা (খুলনা) প্রতিনিধি// লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট এবং লায়ন্স ক্লাব অফ পায়গ্রাম কসবা এর যৌথ উদ্যোগে ফুলতলার পায়গ্রাম কসবায় লায়ন শিল্পী ডায়াবেটিস কেয়ার সেন্টারে শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স এ.কে.এম গোলাম ফারুক । উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন কামাল বিশ্বাস (ব্যান্ড মেম্বার অফ বি.এল.এফ), মো:আকবর (লায়ন্স ক্লাব অফ ঢাকা সুগন্ধা), মো: সাইদুর রহমান খান (আর.সি,হেডকোয়াটার) পি এম জে এফ। লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব ফাউন্ডার প্রসিডেন্ট, পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব), লায়ন মো: আসাদুজ্জামান সেলিম(প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অফ খুলনা পায়গ্রাম কসবা) কে এম আক্তার হোসেইন, মিজানুর রহমান মিজান,গোরী বিশ্বাস, ইঞ্জি: আনিসুর রহমান,আব্দূর রসিদ মিলন,মুক্তা জামান (পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব, ভাইচ প্রসিডেন্ট) তসলিম আহম্মেদ (প্রেসিডেন্ট লিও ক্লাব অফ পায়গ্রাম কসবা) সহ আরো অনেক মহান ব্যক্তিবর্গ। ঢাকা লায়ন্স চক্ষু হাসপালের চক্ষু বিশেষজ্ঞদের তত্বাবধানে ৪ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।