ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার বিভিন্ন স্কুলে রোববার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার করা হয়। ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিজুল হক ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালনা কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন মোল্যা, শিক্ষক সন্দিপন রায়, মাওঃ শফিউল্লাহ হারাজী। বেলা ১১টায় আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফারহানা আক্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। শিক্ষক নেতা শ্যামপদ মন্ডরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালনা কমিটির সদস্য শেখ নজরুল ইসলাম, মোঃ কবির জমাদ্দার, শিক্ষক জয়ন্তী লতা গাইন, শেখ সিরাজুল ইসলাম, বাসুদেব শীল, বিজয়কৃষ্ণ হালদার, লাণ্টু পাল, ইয়াসিন মোল্যা প্রমুখ। পাঠিয়াবান্দা শুক্লা স্মরনিকা বালিকা বিদ্যালয়ের সভাপতি মৃনাল হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস। বক্তৃতা করেন সাবেক প্রধান শিক্ষক সুশান্ত বৈরাগী, বীরেশ্বর মন্ডল। সকাল ১০টায় আবুল কাশেম একাডেমিতে সোহেল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুষেন হালদার। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা। বক্তৃতা করেন শিক্ষক আইরিন ইয়াসমিন, আজম বিল্লা, সাজ্জাদ জমাদ্দার প্রমুখ। জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি বিশ^নাথ ঘোষের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালনা কমিটির সদস্য রেজোয়ান আলী খান, শেখ মিজানুর রহমান, সরদার আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী প্রমুখ। ফুলতলা মডেল কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেখ মতলেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন। বক্তৃতা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আকিবুর রহমান। প্রধান শিক্ষক এস এম কামাল হোসেন, জাহাঙ্গীর আলম মোড়ল, লাভলী রহমান প্রমুখ।