ফুলতলার বেষ্ট ব্রিকসে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

প্রকাশঃ ২০২১-১২-২৩ - ১৫:৪২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অদূরে লুৎফর রহমান লেলিনের মালিকাধীন বেষ্ট ব্রিকস নামক ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ লঙ্ঘিত হওয়ায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এ আইনের ধারামতে, ফিক্সড চিমনি, পরিবেশের ছাড়পত্র ও স্কুল, কলেজ ও জনবসতি এলাকায় ১ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ। তবে উপজেলা পরিষদের সন্নিকটে আবাসিক এলাকায় এবং আলকা পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিসোর্র্স সেন্টার ঘেঁষে বিধি লঙ্ঘন করে বেষ্ট ব্রিকস স্থাপন করা হয়েছে। জনস্বার্থে এ আইন বাস্তবায়ন নিশ্চিতকরণে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফুলতলা থানা পুলিশ ও আনসার।