ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মোহাম্মদ হানিফ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, আন্দোলনে আহত কাজী নিরব হোসেন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আন্দোলনের খুলনার সমন্বয়ক মোঃ সজিবুজ্জামান রাহুলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভায় ঢাকার বাড্ডা এলাকায় আহত কাজী নিরব হোসেন আন্দোলনের সময় তার জীবনে ঘটে যাওয়া নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়ে নিজে কাঁদলেন ও অন্যদেরও কাঁদালেন। এ ছাড়াও ফুলতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।