ফুলতলা (খুলনা) প্রতিনিধি: এবার এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে খুলনার ফুলতলা উপজেলার অনার্স উন্নীত কলেজগুলোতে ফেলের ছড়াছড়ি। যশোর বোর্ডের ফেলের হার ২৯ দশমিক ৯৮ শতাংশ হলেও ফুলতলাতে ফেলের হার ৪০ শতাংশ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সদ্য জাতীয়করণের তালিকাভুক্তি ফুলতলা মহিলা কলেজ থেকে ২৫৫ পরীক্ষার্থীর মধ্যে ৯২ জন ফেল এবং উত্তীর্ণদের মধ্যে ৪জন এ প্লাস, ফুলতলা এমএম কলেজে ২৮২পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন ফেল ও উত্তীর্ণদের মধ্যে ৪জন এ প্লাস, খানজাহান আলী আদর্শ কলেজের ৫৯৩ পরীক্ষার্থীর মধ্যে ২৬৫জন ফেল এবং উত্তীর্ণদের মধ্যে ২জন এ প্লাস পেয়েছে। এছাড়া ক্যান্টনমেন্ট কলেজের ১৬৩ পরীক্ষার্থীর মধ্যে ফেল ১৩ জন এবং ৪ জনএ প্লাস, জামিরা আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ১৩৮ পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন ফেল ও উত্তীর্ণদের মধ্যে ১জন এ প্লাস, ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের ৩৬ পরীক্ষার্থীর মধ্যে ২৩ জনই ফেল করে। অর্থাৎ এ প্রতিষ্ঠানে ফেলের হার ৬৩ দশমিক ৮৯ শতাংশ। মিলিটারী কলেজিয়েট স্কুল থেকে ৮২ পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন এ প্লাস, ৪ জনের ফলাফল স্থগিত, ১ জন অনুপস্থিত ও ১ জন ফেল করে। তবে ফুলতলা বিএম কলেজের ৮০ পরীক্ষার্থীর মধ্যে ২জন এ প্লাসসহ সকল পরীক্ষার্থী পাশ করে। জামিরা বিএম কলেজের ৬০ পরীক্ষার্থীর মধ্যে ১২ জন ফেল করে তবে উত্তীর্ণদের মধ্যে কেউ এ প্লাস পায়নি।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় ১৯ পরীক্ষার্থীর মধ্যে ৬ জন ফেল ও উত্তীর্ণদের মধ্যে ১জন এ প্লাস, জামিরা-পিপরাইল ফাজিল মাদ্রাসায় ১১ শিক্ষার্থীর মধ্যে ৩ জন ফেল এবং শিরোমনি আলীম মাদ্রাসায় ১৩ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন ফেল করে।