ফুলতলা (খুলনা) প্রতিনিধি// উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন-২০২২ এর আওতায় ফুলতলায় ভৈরব নদীতে পোনা মাছ ধরার সময় অভিযানে ৩টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, মেরিন ফিসারিজ কর্মকর্তা কচি খানম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। এ সময় ভৈরব নদীর বেশ কিছু স্থানে এ অভিযান চালানো হয়। জেলেরা বাগদা পোনা, পারশে পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছিলেন। মাছ ধরা অবস্থায় নেট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।