ফুলতলা অফিসঃ ফুলতলার রফিক সড়কস্থ শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত সম্পন্ন যম্ যম্ ফ্যাশন রোববার সন্ধ্যায় উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের সত্বাধিকারী এস কে সেলিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার দত্ত, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মনির হাসান টিটো, সহসভাপতি রবিন বুস, যুগ্ন সম্পাদক এস কে মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক তারেক হাসান নাইচ, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, শামসুল আলম খোকন, তাপস কুমার বিশ্বাস, মোঃ নেছার উদ্দিন, আঃ রাজ্জাক মল্লিক, বণিক নেতা রকিবুল ইসলাম, সাগর গাজী, মিন্টু খান প্রমুখ। এর পূর্বে বাদ আছর ফুলতলা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।