ফুলতলায় অর্ধকোটি টাকার সায়াবিন তেলসহ ট্রাক উধাও

প্রকাশঃ ২০২৩-০৩-১৫ - ১৯:২৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// গভীর রাতে খুলনার ফুলতলা থানা সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ থেকে ৫২ লাখ টাকা মূল্যের সায়াবিন তেল ভর্তি ট্রাক নিয়ে পালিয়েছে অজ্ঞাত দুর্র্র্বৃত্তরা। এ ব্যপারে ফুলতলা থানায় মামলা হয়েছে। তবে ঘটনার দুই দিন পার হলেও চুরিকৃত তেল ও ট্রাক উদ্ধার হয়নি।
ফুলতলা বাজারের সুজয় কুন্ডু স্টোরের মালিক সুমন্ত কুন্ডু বলেন, ঢাকা সিটি মিল থেকে ২২ লাখ টাকা মূল্যের ৭৫ ব্যারেল সায়াবিন তেল নিয়ে তাদের নিজস্ব ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬২৪৪) গত সোমবার দিবাগত রাত সোয়া ১২ টায় ফুলতলা থানা সংলগ্ন পেট্রোল পাম্পের উত্তর পাশে গুদামের সামনে ট্রাক রাখা হয়। ট্রাক চালক বুড়িয়ারডাঙ্গা গ্রামের সোহেল সরদার ও হেলপার দামোদর গ্রামের বিল্লাল তেল ভর্তি ট্রাক রেখে বাড়িতে চলে যায়। মঙ্গলবার সকালে তেল আনলোড করতে এসে দেখা যায় ট্রাক উধাও। পরে হাইওয়ে সিসি ফুটেজে দেখা যায় ভোররাত ৩ টা ৩৪ মিনিটে অজ্ঞাত ব্যক্তিরা তেল ভর্তি ট্রাক নিয়ে খুলনা অভিমুখে চলে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী সুমন্ত কুন্ডু বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-৭) দায়ের করেন। দায়েরকৃত এজহারে ৭৫ ব্যারের তেলের দাম ২২ লাখ টাকা এবং ট্রাকের মূল্য ৩০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। থানার ওসি মোঃ ইলিয়াস তালুকদার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ট্রাকসহ তেল উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে।