ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ অস্ত্রের মুখে স্বামী ও স্ত্রীকে জিম্মী করে স্বর্নালংকার ও নগদ অর্থ লুটে নেওয়ার অভিযোগে তিন দুর্বৃত্তের নামে ফুলতলায় থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ শুক্রবার সাকলে এজাহারভুক্ত দুই আসামীকে আটক ও লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার করে। এ ঘটনা ঘটে ফুলতলার শিকিরহাট এলাকায় আঃ রাজ্জাকের বাড়িতে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পৌনে ১১টায় ৩ দুর্বৃত্ত শিকিরহাট এলাকার আঃ রাজ্জাকের বাড়ির ভাড়াটিয়া রাজমিস্ত্রী রবিউল ইসলামকে ডাকাডাকি করে। রবিউল (৩১) ও তার স্ত্রী হাবিবা খাতুন (২১) ঘরের দরজা খুলে বাইরে আসলে তাদের বিয়ের কাগজপত্র দেখাতে বলে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাদের গলায় ছুরি ঠেকিয়ে হাবিবার কান থেকে স্বর্নের দুল ও গলার থেকে স্বর্ণের চেইন এবং তাদের কাছ থেকে নগদ ২০হাজার টাকা লুটে নেয়। এ ব্যাপারে রবিউল ইসলাম বাদি হয়ে দক্ষিণডিহি গ্রামের খোরশেদ আলমের পুত্র রুবেল শেখ (৩২), অভয়নগরের নওয়াপাড়া মধ্যপাড়া এলাকার আব্দুর রহমান মোল্যার পুত্র সবুজ মোল্যা ২৫) ও দক্ষিণডিহি গ্রামের উজ্জ্বল শেখের পুত্র অপু শেখ (১৯) কে আসামি করে ফুলতলা থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ শুক্রবার সকালে এজাহারভুক্ত আসামি রুবেল ও সবুজকে আটক এবং তাদের কাছ থেকে লুষ্ঠিত এক জোড়া কানের দুল উদ্ধার করে।