ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার আইয়ান জুট মিলের গুদামে অগ্নিকান্ড ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার দক্ষিণডিহি এলাকায় অবস্থিত এই জুট মিলের ৩ নম্বর পাট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৬টি গাড়ি প্রায় সাড়ে ৬ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে দাবি মিল কর্তৃপক্ষের ।
আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ভুঁইয়া বলেন, রাত ১০টায় মোবাইলে খবর পেয়ে মিলে এসে দেখি মিলের ৩ নম্বর পাট গুদামে আগুন জ¦লছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও মিলের শ্রমিক-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ততক্ষণে গুদামের বিপুল পরিমান পাট পুড়ে যায়। এতে আনুমানিক ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। তিনি আরও ২৬ হাজার স্কয়ার ফুটের গুদামে প্রায় দেড়লাখ মন পাট মজুদ ছিল।
খানজাহানআলী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রব মাসুম বলেন, শনিবার বিকাল ৫টায় সকল ইউনিটের সদস্যরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রনের পর মিল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মিল ত্যাগ করি।
খুলনার ফায়ার সার্ভিসের সহকারী-পরিচালক মোঃ ফারুক শিকদার জানান, রাত ১০ দিকে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ৪টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটি তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করবে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস তালুকদার জানান, খবর শুনে তাৎক্ষনিকভাবে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরা সহায়তা করে।
অপরদিকে শনিবার সকালে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মিল কর্তৃপক্ষের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।