ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সন্ত্রাস জঙ্গিবাদের মদতদাতা বিএনপি-জামায়াতের দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ পালন করে। শনিবার বিকালে দামোদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম মোল্যার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা বিলকিস আক্তার ধারা, মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের রিপন, মোশাররফ হোসেন মোড়ল, শেখ রওশন আলী, কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরিফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, এস রবীন বসু, বেগম শামছুন্নাহার, এ্যাড. আকতারুজ্জামান তিতাস, সোনিয়া খাতুন, বেলু সরদার, মারুফ মোল্যা, আঃ সাত্তার মামুন, জাহিদ বিশ্বাস, মাহাবুব হোসেন, হুমায়ুন কবির মোল্যা, নূর হোসেন, ইকতিয়ার উদ্দিন সুমন প্রমুখ। এদিকে ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অনুরুপ কর্মসূচি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাঃ বিকাশ চন্দ্র রায়, আতিয়ার রহমান, গোলাম সরোয়ার মুন্সী, আসলাম হোসেন, জহির রায়হান, মেহেদী হাসান রঞ্জু, সৈয়দ তুরাণ আলী, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন, রিফাত হোসেন প্রমুখ। অপরদিকে জামিরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শওকত আলী অকুঞ্জী, শাহাবাজ হোসেন, দলীল উদ্দিন, আলাউদ্দিন হোসেন, সাহিদা ইসলাম নয়ন, শাপলা সুলতানা লিলি, জাসেম আল জাবের প্রমুখ।