ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. কাজী তারিক হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, আবু তাহের রিপন, শেখ রওশন আলী, কামরুজ্জামান নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, আলী আজম মোহন, সহিদুল ইসলাম মোল্যা, শাহাবাজ মোল্যা, বেগম শামছুন্নাহার, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, রবিউল ইসলাম মোল্যা, গোলাম সরোয়ার মুন্সী, এস কে মিজানুর রহমান, রবীন বসু, মঈনুল ইসলাম নয়ন, আশরাফুল আলম মোড়ল, প্রদ্যুৎ বিশ্বাস, ইকতিয়ার উদ্দিন সুমন, কৃষকলীগ নেতা সৈয়দ তুরাণ. মিরাজুল ইসলাম বাধন প্রমুখ। সভা শেষে মিষ্টি বিতরণ করে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর পূর্বে নেতৃবৃন্দ সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।