ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ শুক্রবার রাত সোয়া ৮টায় বেজেরডাঙাস্থ ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় লক্ষ করে দুর্বৃত্তরা ১টি ককটেল নিক্ষেপ করে। কার্যালয়ের পূর্ব পাশের দেওয়ালে লেগে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে রাত সাড়ে ৯টায় দামোদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও,ওসিসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) বিকাল ৪টায় প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের এক কর্মী সভা চলাকালে কার্যালয়ের পূর্বপাশের দেওয়ালে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। তবে জানালা বন্ধ থাকায় বোমার কোন স্পীলিল্টারে কেউ হতাহত হননি। এদিকে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও আহমেদ জিয়াউর রহমান, ওসি মোঃ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, বোমা বিস্ফোরনের আলামত সংগ্রহ করা হয়েছে, তদন্ত চলছে। ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দলীয় কার্যালয়ে বোমা নিক্ষেপ ও অগ্নি সংযোগের প্রতিবাদে আজ (শনিবার) বিকাল ৪টায় প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে বলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী জানিয়েছেন।