ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার দক্ষিণডিহিতে চাঁদার দাবিতে আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল মানুষের জন্য নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্পের লেবার সরদার মিজানুর রহমান সরদার (৩৫) কে বুধবার সন্ধ্যায় চাঁদাবাজ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে গুরুতর অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত লেবার সর্দার মিজানুর রহমান জানান, আকিজ গ্রæপের কর্নধর ডাঃ শেখ মহিউদ্দিনের অর্থায়নে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য দক্ষিণডিহি এলাকায় ৪ একর ৬০ শতাংশ জমির উপর আশ্রয়ণ প্রকল্পের নির্মান কাজ চলছে। কিন্তু এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে। কিন্তু তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শুভ, শাহাজাহান সরদার, রাজীব, মাসুদ পারভেজ ছোট্টসহ ৭/৮ জন সন্ত্রাসী ৩টি মোটরসাইকেল যোগে প্রকল্প এলাকায় প্রবেশ করে। হঠাৎ করেই তারা মিজানুরকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে। প্রকল্পে কর্মরত শ্রমিকেরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে আহত মিজানুরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত লেবার সর্দারের বড় ভাই নাউদাড়ী গ্রামের মাহাবুব ইসলাম বাবু ফুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওসি মোঃ ইলিয়াস তালুকদার ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন । জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।