ফুলতলায় আন্তর্জাতিক দূর্য্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশঃ ২০২২-১০-১৩ - ২২:১৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আন্তর্জাাতিক দূর্য্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উদ্যোগে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ চত্ত¡রে এ মহড়া অনুষ্ঠিত হয়। পুরো মহড়া কার্যক্রম প্রত্যক্ষ করেন পজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রনজিত কুমরা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজেসেবা কর্মকর্তা শাহীন আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, হিসাব রক্ষণ কর্মকর্তা তাসনিম সুলতানা, রিসোর্স কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার পুপেন্দু দাস, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সরদার মনিরুল ইসলাম প্রমুখ।