ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-০৯ - ০৭:০৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা চত্ত্বর পরিষদ থেকে এক র‌্যালী বের হয়। পরে ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান, নাজমা আক্তার, কাজল কৃষ্ণ রায়, তাহহিদুল ইসলাম প্রমুখ। পরে ৪টি ইউনিয়নে উঠান বৈঠক ও গ্রাম আদালতের প্রামান্যচিত্র প্রদর্শিত হয়। এদিকে নাইফা মারুফ ফাউন্ডেশনের উদ্যোগে বেলা ১১টায় ফাউন্ডেশন মিলনায়তনে র‌্যালী ও আলোচনা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহাবুব উল ইসলাম। ইমরানুর রহমান রুমনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের ডাঃ শামীম পারভেজ প্রিন্স, ডাঃ আসমা বিনতে খায়ের, এ্যাড. তরফদার বাদশা মিয়া। পরে এলাকার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণের ব্লু-গোল্ড প্রোগ্রামের আওতায় ধামালিয়া ইউনিয়ন পরিষদ শহীদ মিনার চত্বরে র‌্যালী, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। মোঃ আজম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ হালদার, মোঃ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোঃ জাহাঙ্গীর আলম, ড. এম এম আনোয়ার হোসেন, মোঃ আব্দুল খালেক, মোঃ রায়হান আলী, বিশ্বাস আলী মোরতুজা প্রমুখ। পরে নাটক পরিবেশিত হয়।