ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশঃ ২০২২-০৩-০৮ - ২০:৪৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরাজানা ফেরদৌস নিশা। নারী নেত্রী কোহিনুর বেগমের পরিচালনায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) এস এম শাহাদাত হোসেন, ইউপি চেয়াারম্যান শরীফ মোহাম্মদ ভ‚ঁইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, এনজিও কর্মী মারিয়া ভুইয়া মেরী, কাজল রায়সহ বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রতিনিধিবৃন্দ । এর পূর্বে র‌্যালী ও পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।