ফুলতলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

প্রকাশঃ ২০২১-০২-২২ - ২২:৩৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২১ উদযাপিত হয়। ২১শের প্রথম প্রহরে ফুলতলার আসাদ রফি গ্রন্থাগারের শহীদ মিনারের বেদিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার ভূমি নাসরিন আক্তার, ফুলতলা থানা পুলিশের পক্ষে ওসি মাহাতাব উদ্দিন, শহীদ আসাদ রফি গ্রন্থাগারের পক্ষে অধ্যক্ষ শফিউল্লাহ সরদার, আরিফুজ্জামান বাবলু, শাহিন হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কাজী জাফর উদ্দিন ও সুবোধ বসু, উপজেলা আওয়ামীলীগের পক্ষে জেলা নেতা বিলকিস আক্তার ধারা, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, বিএনপির পক্ষে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, মনির হাসান টিটো, ওহিদুজ্জামান নান্না, মোল্যা মনিরুল ইসলাম ও ইদ্রিস আলী, সাব্বির হোসেন রানা, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যা, থানা সভাপতি সন্দীপন রায়, প্রভাষক গৌতম কুন্ডু, রেজোয়ান রাজা, সিপিবির আব্দুল মালেক মোল্যা, জাতীয় পার্টির সাঈদ আলম মোড়ল, বণিক কল্যাণ সোসাইটির পক্ষে কে এম জিয়া হাসান তুহিন, আজিজুল ফারাজি, দুলাল অধিকারী, তাপস বোস, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, পূজা উদযাপন পরিষদের মৃনাল হাজরা, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, প্রেস ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মাহিদুল ইসলাম, জসিম ফারাজি, রাজীব ভুইয়া ফাউন্ডেশনের পক্ষে সাধারণ সম্পাদক অনুপম মিত্র, মটর শ্রমিক ইউনিয়নের ওয়াহিদ মুরাদ পিন্টু, ছাড়াও আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টির অঙ্গসংগঠন সমূহ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে। এদিকে নির্ধারিত সময়ে উপজেলার সরকারি ও বেসরকারি ভবন, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপজেলা প্রশাসন আয়োজনে রোববার সকাল ১০টায় পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা, চিক্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস, ওসি মোঃ মাহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তরুন কান্তি রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া উপজেলার ফুলতলা সরকারি মহিলা কলেজ, এম এম কলেজ, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ, গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা মডেল স্কুল এন্ড কলেজ, আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, লিটল এ্যাঞ্জেল স্কুল, ফুলতলা মডেল কির্ন্ডার গার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।