ফুলতলায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

প্রকাশঃ ২০১৭-১০-২৬ - ২২:৫২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি” এই শ্লোগানকে সামনে রেখে ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “মাসব্যাপি জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৭” কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোছাঃ রীনা খাতুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কিশোর আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার কুমকুম, প্রাণী সম্পদ অফিসার সুষেন হালদার, সিনিয়র মৎস্য অফিসার মোল্যা ইমদাদুল্লাহ, প্রেসকাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, সহকারী কৃষি অফিসার শেখ হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোহসীন আলী সরদার, সাইফুল ইসলাম, কাজী এসানুল হক, নজির হোসেন, শিখা মন্ডল, চ্যামেলি মল্লিক, সালমা সুলতানা, তরুন কুমার সরকার, তুষার কান্তি মন্ডল, কাজী মাহমুদুল্লাহ, কৃষক ইউসুফ মহালদারসহ প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ দেবানন্দ বিশ্বাস মাল্টিমিডিয়ার মাধ্যমে ইঁদুরের ক্ষয়ক্ষতি ও দমন পদ্ধতির উপর একটি প্রামান্য চিত্র ও নাটক প্রদর্শন করেন। পরে সর্বাধিক ইঁদুরের লেজ জমাদানকারী ৩জন কৃষককে পুরস্কৃত করা হয়।