ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে ভ্রাম্যমান আদালত দামোদর গ্রামের আনিচুজ্জামান মোল্যাকে ১২ হাজার টাকা জরিমানা করেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদিয়া আফরিন এ আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলার দামোদর প্রাইমারী এলাকার শুভ অটো রাইস মিলের বাউন্ডারীর ভিতরে গোপনে ইট কেটে কাঠ দিয়ে পোড়াচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালত ওই চাতালে অভিযান পরিচালনা করেন। এ সময় মিল মালিককে ১২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।