ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় দরিদ্র ও অতি দরিদ্রদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এবং রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্্লিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট এর আওতায় সোমবার দুপুরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান। খুলনা জেলা কর্মকর্তা ঝর্না রানী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, ওসি মোঃ ইলিয়াজ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেনসিন আরা, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, কবিতা খাতুন, ফুলতলা ক্লাষ্টার সিও কাজী শাওয়ালুজ্জামান, জামিরা ক্লাষ্টার সিও মোঃ আব্দুল আলীম, সিএফ তৌহিদুল ইসলাম, ডিইও আবু আল শিবলু রেজা, সিএফ দেব্রত ঘোষাল প্রমুখ।
সভায় প্রকল্প উপস্থাপনকালে আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান ও অর্থ ব্যবস্থাপক আজম খান বলেন, গ্রামীন দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়ন ও গ্রামীন উদ্যোক্তা তৈরীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষে উপজেলার ৩টি ইউনিয়নের ৫০ টি গ্রাম নির্বাচন করে দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করা হবে।