ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যার মরদেহ বুধবার সকাল ৯টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে আনা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের উদ্যোগে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০টায় ডাবুরমাঠে জানাযা শেষে সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
সকাল ৯টায় তার মরদেহে মহানগর ওয়ার্কার্স পার্টি, উপজেলা ওয়ার্কার্স পার্টি, ছাত্র মৈত্রী, ফুলতলা সরকারি মহিলা কলেজ, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, শহীদ আসাদ রফি গ্রস্থাগারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ১০টায় ডাবুরমাঠে জানাযা শেষে সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও পলিট ব্যুরো সদস্য ড. সুশান্ত দাস, কেন্দ্রীয় নেতা ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মফিদুল রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকরাম হোসেন, শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, খানজাহানআলী থানা আওয়ামীলীগ সভাপতি শেখ আবিদ হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বিএনপি নেতা হাসনাত রেজভী মার্শাল, শিল্পপতি ফিরোজ আহমেদ ভুইয়া ও হাসান ইমামুল হক, ওয়ার্কার্স পার্টির ফুলতলা সভাপতি মাষ্টার সন্দিপন কুমার রায়, সম্পাদক আরিফুজ্জামান বাবলু, অধ্যক্ষ সমীর কুমার ব্র², অধ্যাপক মোঃ আঃ রউফ, প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, মোল্যা হেদায়েত হোসেন লিটু, সাংবাদিক তাপস কুমার বিশ্বাস ও শেখ মনিরুজ্জামান, কম. আঃ হামিদ মোড়ল, ইসমাইল হোসেন বাবলু প্রমুখ। এদিকে তার মৃত্যুতে শহীদ আসাদ রফি গ্রস্থাগারের পক্ষ থেকে এক শোক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন প্রতিষ্ঠানের সভাপতি এম মুন্তাকিম, সাধারণ সম্পাদক শফিউল্লাহ সরদার, অধ্যাপক আঃ রউফ, ডাঃ সরোজ কুমার সুর, মানিক লাল কুন্ডু, নজরুল ইসলাম, আরিফুজ্জামান বাবলু, পিজুষ কান্তি কুন্ডু, আঃ হামিদ মোড়ল, শাহিনুর কবির প্রমুখ।