ফুলতলায় কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ভ্রাম্যমান আদালতে ৯ ব্যক্তির দন্ড

প্রকাশঃ ২০২১-০৬-১৩ - ১৮:৪৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় করোনা সংক্রমনে উর্ধ্বগতি রোধে উপজেলা প্রশাসন ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপের তৃতীয় দিনে রোববার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ^াস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সংক্রমন রোগ প্রতিরোধ আইনে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন ফুলতলা বাজারের থাই এ্যালুমেনিয়াম এর মালিক রাব্বী মোড়লকে ২ হাজার, মিঠুকে ২ হাজার, কাঠ ব্যবসায়ী জামাল হোসেন ভুইয়াকে ১ হাজার ৫’শ টাকা, আরএফএল কোম্পানীর প্রতিনিধিকে ৩ হাজার টাকা, হার্ডওয়ার ব্যবসায়ী কবিরকে ১ হাজার এবং মাস্ক না থাকায় আনিসকে ৩শ’ টাকা, শিরোমনি বাজারে তৌহিদুল ইসলামকে ১ হাজার, মাস্ক না থাকায় আহসানকে ১শ’ টাকা এবং তানজিলকে ১শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ সময় উপজেলার ফুলতলা, বেজেরডাঙ্গা, জামিরা ও শিরোমনি বাজার এলাকায় করোনা সংক্রমন বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মাওঃ সাইফুল হাসান খান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানসহ আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। প্রসঙ্গতঃ উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সকাল ৮টা থেকে বাজার সমূহে কাঁচা বাজার, খাবারের দোকান, মুদি দোকান, সেলুন, চায়ের দোকান ও মোবাইল ফ্লাক্সিলোডের দোকান বিকাল ৩টা পর্যন্ত খোলার রাখার অনুমতি থাকলেও কোন ব্যবসায়ীরাই সে নিয়ম না মেনে তাদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা পর্যন্ত খোলা রাখছে।