ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার করিমুন্নেছা মডেল স্কুল এন্ড কলেজের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে মঙ্গলবার দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল আঙিনায় শেখ মতলেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত। স্বাগত বক্তৃতা করেন স্কুল পরিচালক ও প্রতিষ্ঠাতা ডাঃ শফিউদ্দিন মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, অধ্যক্ষ রবীন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমুখ।