ফুলতলায় কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম গঠন

প্রকাশঃ ২০২০-০৭-২৬ - ২০:১৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফুলতলা পশুর হাটে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এর উদ্যোগে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়। কোরবানি হাটে আগম সকল পশুর স্বাস্থ্য পরীক্ষা ও জরুরী সেবা নিশ্চিত করার লক্ষে রোববার দিনব্যাপী এই টিম গঠন করা হয়।

ভেটেরিনারি মেডিকেল টিমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এ সময় পশুর স্বাস্থ্য পরীক্ষা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার রায় ও প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইসলাম।