ফুলতলায় ক্রিকেটার মিরাজের কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট উদ্বোধন

প্রকাশঃ ২০১৭-০৭-০৭ - ১৩:৫৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার আধুনিক ডিজিটাল বাংলাদেশ বির্নির্মানে সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে নিয়েছেন। ক্রিকেট বিশ্বের বিস্ময়কর বালক খুলনার গর্ব মেহেদী হাসান মিরাজ প্রধানমন্ত্রীর আইসিটি কর্মকান্ডে উৎসাহিত হয়ে এ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তুলেছেন। এ প্রশিক্ষণ কেন্দ্রটি প্রধানমন্ত্রী তথা দেশবাসির তথ্য প্রযুক্তিকে এগিয়ে নেয়ার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
শুক্রবার সকাল ১০টায় খুলনার ফুলতলায় “মেহেদী মিরাজ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট” এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ক্রিকেট তারকা মেহেদী হাসান মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের তত্ত্ববধায়ক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, ইউএনও মাশরুবা ফেরদৌস, এসিল্যান্ড নাসরিন আক্তার, জেলা পরিষদ সদস্য অভিজিৎ চন্দ্র চন্দ, মিরাজের পিতা মোঃ জালাল হোসেন। স্বাগত বক্তৃতা করেন ইন্সটিটিউটের পরিচালক এস এম সাইফুল ইসলাম। রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, ডাঃ মিজানুর রহমান, প্রফুল্ল কুমার চক্রবর্তী, মেহেদী হাসান বিপ্লব, আব্দুল হাই সরদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, রিপোর্টার্স সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক রেজোয়ান রাজা, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, মিরাজের বোন রুমানা, আসিফা, মামুন মোল্যা, মঈন উদ্দিন ময়না, নূর আলামিন প্রমুখ। ইন্সটিটিউট প্রতিষ্ঠাতা তারকা ক্রিকেটার মিরাজ বলেন, আধুনিক বিশ্বে ক্রিকেট যেমন বাংলাদেশের পরিচিতি ঘটিয়েছে ঠিক তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গোটা বিশ্বকে হাতের মুঠায় আনতে এ প্রয়াস। এর মাধ্যমে মফস্বলের শিক্ষার্থীরা আইসিটিতে দক্ষ হিসাবে গড়ে উঠতে পারবে। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে “মেহেদী মিরাজ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।