ফুলতলায় গরু চোর সন্দেহে দিনে দুপুরে গণপিটুনিতে নিহত ১ঃ আটক ৬

প্রকাশঃ ২০১৮-০৩-২৫ - ২০:৫৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: দিনে দুপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে গোলাম আলী শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটে রোববার সকাল ১০টায় খুলনার ফুলতলার পঠিয়াবান্দা গ্রামে। মৃত ব্যক্তি খুলনার ডুমরিয়া থানাধীন শাহাপুর-মধুগ্রামের মৃতঃ ছামেদ আলী শেখের পুত্র। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, রোববার সকালে ফুলতলার পঠিয়াবান্দা গ্রামের লতিফ গাজীর স্ত্রী আয়েশা বেগমের আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের ১টি লাল রঙের বকনা গরু অজ্ঞাত ব্যক্তি চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় আয়েশা বেগমের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে ঐ ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানার এসআই মাহমুদ ঘটনাস্থলে গিয়ে জনরোষ থেকে উদ্ধার করে চোরকে ফুলতলা হাসপাতালে নিয়ে আসেন। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরে তার মৃত্যু ঘটে। সন্ধ্যায় মৃত ব্যক্তি ডুমরিয়া থানাধীন শাহাপুর-মধুগ্রামের মৃতঃ হামেদ আলী শেখের পুত্র গোলাম আলী শেখ এবং তিনি মানষিক রোগী ছিলেন বলে পরিবারের দাবি। এদিকে গণপিটুনিতে চোর নিহত ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এরা হলো ছাতিয়ানী গ্রামের ছাদেক আলী মোড়লের পুত্র আনোয়ার হোসেন (৪০), পঠিয়াবান্দা গ্রামের লতিফ গাজীর স্ত্রী আয়েশা বেগম (৩২), বীরেন্দ্রনাথ হালদারের পুত্র প্রসেনজিৎ হালদার (৫০), মৃতঃ সচিন হালদারের পুত্র প্রনব হালদার (৫০), গাড়াখোলা গ্রামের মৃতঃ আলী আকবরের পুত্র জিয়াউর রহমান (৪০) এবং বিল্লাল শেখের পুত্র ইমামুল শেখ (২৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে এবং ফুলতলা থানায় মামলার প্রস্তুতি চলছিল।