তাপস কুমার বিশ্বাসঃ ফুলতলার গাড়াখোলা থেকে বসুরাবাদ সড়ক সরস্কারের দাবিতে এলাকাবাসি রোববার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন এবং দামোদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু কাছে স্মারকলিপি প্রদান করে। ফুলতলা টু শাহাপুর সড়কের গাড়াখোলার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বসুরাবাদ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটি বর্ষাকালে খালগর্ভে বিলিন হয়ে যাওয়ায় একদিকে খালপাড়ের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অপরদিকে রাস্তার মাটি খালে গিয়ে সেটি ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে নৌকা চলাচলে নাব্যতা হারিয়ে ফেলেছে। ফলে বিলডাকাতিয়ায় মৎস্য ঘের ও ফলসী জমিতে উৎপাদিত ধান, মাছ, সবজি ও রবি শষ্য নৌকায় করে আনা নেয়া সম্ভব হয় না। আবার খালে বিলিন হয়ে যাওয়ায় রাস্তা দিয়েও উৎপাদিত ফসল ও মালামাল আনা নেয়া এবং চলাচল অসম্ভব হয়ে দাড়িয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ সময় এলাকাবাসির মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, ইউপি সদস্য গাজী আলমগীর হোসেন, আকলিমা বেগম, মিজানুর রহমান, মোঃ জনি মোল্যা, ইব্রাহীম হোসেন, সম্ভুনাথ বিশ্বাস, রোস্তম আলী গাজী, নাসির উদ্দিন মোল্যা, গোলাম রসুল সরদার, ছলেমান মোল্যা, হাবিবুর রহমান সরদার, মোঃ সুমন মোড়ল, মোঃ মুকুল মোড়ল, ইদ্রিস বিশ্বাস, জাহাঙ্গীর বিশ্বাস, ইউনুচ আলী মোল্যা, রানা আকুঞ্জী, মোঃ ছবুর আলী মোল্যা, লুৎফর রহমান বিশ্বাস, মনোয়ার রহমান মোড়ল, আজাদ বিশ্বাস, রেজাউল সরদার, আজাদ হোসেন গাজী, আব্দুল হাকিম বিশ্বাস, মিজানুর রহমান শেখ, আবু কালাম সরদার, লোকমান মোল্যা, আলামিন গাজী, জুবায়ের শেখ, লিটন আকুঞ্জী, মোঃ বুলবুল মোড়ল, আঃ মজিদ গাজী, মহাসিন শেখ, আসাদ বিশ্বাস , সাব্বির মোল্যা, বাবুল হোসেন, মোঃ আনোয়ার বিশ্বাস প্রমুখ।