ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় নিখোঁজের ৮০ দিন পার হলেও সাবানা (২০) নামে এক গৃহবধু’র সন্ধান মেলেনি। সে ফুলতলার দামোদর ঋষিপাড়া রোড়ের শামীম শেখের স্ত্রী। এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৪১, তারিখ-০৪/১০/২১ইং) এবং কোম্পানী কমান্ডার র্যাব-৬ যশোরে ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ফুলতলার দামোদর ঋষি পাড়াস্থ স্বামীর ভাড়া বাড়ি থেকে যশোর জেলার চৌগাছা মাছচাকলা গ্রামের উদ্দেশ্যে বের হয়। পরে সেখান থেকে বেড়িয়ে গত ৩ অক্টোবর যশোর হয়ে ফুলতলার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় দুপুর ১টায় যশোর বাসষ্টান্ড হতে স্বামী শামীমকে ০১৯৫৫১৫১৬২৫ নম্বর মোবাইল ফোন থেকে কল দিয়ে বলে, আমি বাড়ি ফিরছি। এরই কিছু সময় পর হতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার পর হতেই অদ্যাবদি মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ ব্যাপার সাবানার স্বামী শামীম শেখ জানান, প্রায় পৌনে ৩ মাস পার হলেও স্ত্রী সাবানার কোন সন্ধান মেলেনি। তার সকল আত্মীয় স্বজনের বাড়ি খোজ নেয়া হয়েছে। এ ঘটনায় আমি নিজেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তার কোন সন্ধান মিলাতে পারেনি। অপরদিকে ফুলতলা থানার এসআই অমিতাব সন্যাসী জানান, আমরা তার স্বামীর লিখিত অভিযোগ পেয়েছি। উদ্ধারের চেষ্টা চলছে।