ফুলতলায় গ্রাম আদালতে নারীর অংশগ্রহণের গুরুত্ব বিষয়ক কর্মশালা

প্রকাশঃ ২০১৭-১০-৩০ - ০৫:৩৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় হাবিবুর রহমান মিলনায়তনে রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার কুমকুম, ইউএনডিপির ডিএফ মোঃ মামুনুর রশিদ খান। স্বাগত বক্তৃতা করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম। উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার চায়না রানী দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, নারী উন্নয়নের নির্বাহী পরিচালক কোহিনুর জাহান, ইউপি সদস্য বেগম শামসুন্নাহার, মোছাঃ কেয়া খাতুন, আম্বিয়া বেগম, শিরিনা আক্তার, আকলিমা বেগম, রেহেনা আক্তার, কবিতা খাতুন, হালিমা খাতুন প্রমুখ।